দ্রুত নির্বাচনের দাবি বিএনপি মহাসচিবের?
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন কমিশন পুনর্গঠন করে দ্রুত নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন। রোববার (৩ অক্টোবর) দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনকালে তিনি এই দাবি করেন। তিনি বলেন, আগামীতে যেন ফ্যাসিস্ট শাসকগোষ্ঠী ক্ষমতায় ফিরতে না পারে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হয়, সে লক্ষ্যে জনগণের দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এ সময় মির্জা ফখরুল চট্টগ্রাম সিটিকে উন্নত ও আরও সুন্দর করে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন। চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনকে বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানান তিনি।
এদিকে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে বলেন, বিএনপি রাজনৈতিক সুবিধা পেতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বিরোধী দলে পরিণত করতে চায়। জাতীয় পার্টিকে নিয়ে ফ্যাসিবাদের দোসরদের নিষিদ্ধ করার দাবিও করেন ছাত্র অধিকার পরিষদের এই নেতা।